সুইডেনের রাজধানী স্টকহোমের একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলন্ত লরি ঢুকিয়ে জঙ্গি হামলার ঘটনাকে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ভারত সবসময় সুইডেনবাসীর পাশে আছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘স্টকহোমের হামলার ঘটনাটি খুবই নিন্দনীয়। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনাও করি।’ এরপরেই অপর একটি টুইটে তিনি বলেন, ‘এই খারাপ সময়ে সুইডেনবাসীর পাশেই থাকবে ভারত।’
এদিকে, ঘটনাটি যেহেতু ভারতীয় দূতাবাসের খুব নিকটে হয়েছিল, তাই সেই নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিলেন। কিন্তু পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক বিবৃতিতে বলেন, ‘ভারতীয় দূতাবাসের সব কর্মকর্তা নিরাপদে রয়েছেন।’
শুক্রবার ব্রিটেনের মতোই হামলা চালানো হয় সুইডেনের রাজধানী স্টকহোমে। একটি মলের সামনে পথচারীদের পিষে দেয় একটি ট্রাক। এমনকি পথচারীদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলিও ছোড়ে ট্রাকচালক। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিসংগঠন।
সূত্র: সংবাদ প্রতিদিন