কাশ্মীরের শ্রীনগর ও বাদগাম সংসদীয় আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে কাশ্মীর। নিহত হয়েছেন কমপক্ষে তিন ব্যক্তি।
জানা গেছে, ভোট বয়কটের ডাক দেওয়া বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। হামলাকারীরা ভোট কেন্দ্রে প্রবেশ করে ভাঙচুর করেছে ইভিএম মেশিন। এমনকি বাসে আগুন ধরিয়ে দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। আর তাতেই ৩ জন নিহত হয়েছেন।
রবিবার, উপনির্বাচনের দিন সকাল থেকেই দু’টি সংসদীয় কেন্দ্র শ্রীনগর ও বাদগামের বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালায় বিচ্ছিন্নতাবাদীরা। দালওয়ান গ্রামের একটি বুথে ঢুকে পড়ে ভোটারদের ভয় দেখাতে থাকে বিচ্ছিন্নতাবাদীরা। ইভিএম মেশিন ভাঙচুর করে সেখানে তারা ভোট পণ্ড করে দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী কয়েক রাউন্ড গুলি চালায়। তাতে হামলাকারীরা পালিয়ে যায়। একইভাবে ইভিএম মেশিন ভাঙচুর করে বিচ্ছিন্নতাবাদীরা বাদগাম সংসদীয় কেন্দ্রের চারার-ই-শরিফের একটি বুথে ঢুকে পড়ে ভোট পণ্ড করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। তাতে দু’জনের মৃত্যু হয়।
অন্যদিকে বাদগামেরই বীরওয়ায় ভোট বয়কটের ডাক দেওয়া বিচ্ছিন্নতাবাদীরা একটি বাসে আগুন লাগিয়ে দেয়। সেখানেও কয়েকটি বুথে ঢুকে তারা ইভিএম মেশিন ভাঙচুর করে। তাণ্ডব চালায়। নিরাপত্তা বাহিনী গুলি চালালে সেখানে একজন হামলাকারীর মৃত্যু হয়।
শ্রীনগর সংসদীয় আসনের উপনির্বাচনে শাসক দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রার্থী নাজির খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ডঃ ফারুক আব্দুল্লাহ। ওই কেন্দ্রে প্রার্থী রয়েছেন মোট ৯ জন। কাশ্মীরে হিজবুল মুজাহিদিন বিচ্ছিন্নতাবাদী বুরহান ওয়ানির মৃত্যুর পর নিরাপত্তা বাহিনীর কার্যকলাপের প্রতিবাদে এক পিডিপি সাংসদ ইস্তফা দেওয়ায় উপনির্বাচন হচ্ছে শ্রীনগর আসনে।
গতকাল রাত থেকেই থমথমে হয়ে ছিল শ্রীনগর ও বাদগামের পরিবেশ। ভোট বয়কটের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছিল বিচ্ছিন্নতাবাদীরা। হুমকি দেওয়া হচ্ছিল ইন্টারনেট, হোয়াটসঅ্যাপেও। তার মোকাবিলায় শ্রীনগরের বেশ কয়েকটি এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা