সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনীর একটি বিমানঘাঁটিতে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় ঝড় তুলেছে বাশার আল-আসাদবিরোধীরা। এ প্রশংসার পাশাপাশি অনেকেই ট্রাম্পকে সম্মান দেখিয়ে 'আবু ইভানকা' নামে ডাকছে বলেও জানিয়েছে টেলিগ্রাফ।
ট্রাম্পের মেয়ের নাম ইভানকা ট্রাম্প। 'আবু ইভানকা' মানে ইভানকার বাবা। তবে শব্দটা আরবি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশারবিরোধী আরব নাগরিকরা ট্রাম্পকে তাঁর পদক্ষেপের জন্য ধন্যবাদ দিচ্ছেন। তাঁর প্রশংসা করছেন। তাঁর প্রতি ভালোবাসাও জানাচ্ছেন। এমনকী, সামাজিক মাধ্যম ব্যবহারকারী এক ব্যক্তি ট্রাম্পের ছবি ফটোশপ করে তাঁর মাথায় ঐতিহ্যবাহী ফেজ টুপি বসিয়ে দিয়েছেন। ছবির নিচে আরবিতে লিখেছেন, 'আমরা তোমাকে ভালোবাসি'।
এদিকে, সামাজিক মাধ্যমে ট্রাম্পের সমালোচনাকারীও আছেন। এ ঘরানার আরব নাগরিকরা ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে মার্কিন কর্তৃপক্ষ বলছে, গত মঙ্গলবার সিরিয়ার ইদলিবে রাসায়নিক গ্যাস হামলার শাস্তি হিসেবে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই গ্যাস হামলায় শিশুসহ অন্তত ৮৬ জন নিহত হয়। সিরিয়ার হোমস প্রদেশে সরকারি বাহিনীর শায়রাত বিমানঘাঁটিতে গত শুক্রবার ভোরে ৫৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্র।