ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী হামাসের সঙ্গে জড়িত একজনসহ স্থানীয় গণমাধ্যমের পাঁচ সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। সরকারি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বুধবার এএফপি একথা জানায়।
নিরাপত্তা বাহিনী সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনের বিভিন্ন গণমাধ্যম থেকে এই পাঁচ সাংবাদিককে গ্রেফতার করে।
সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার উদ্ধৃতি দিয়ে একটি সূত্র জানায়, শত্রু গ্রুপের কাছে সংবেদনশীল তথ্য ফাঁস করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ আগস্ট ২০১৭/এনায়েত করিম