বিগত প্রায় সাত সপ্তাহ ধরে ভারত-চীনের মধ্যে ডোকালাম ইস্যুকে কেন্দ্র করে সমস্যা চলছেই। এরই মাঝে অক্টোবরে হতে চলা অ্যাডভান্স এক্সারসাইজ অর্থাৎ 'অপারেশন অ্যালার্ট' চলতি অগাস্টেই ভারতীয় সেনাবাহিনী করবে বলে জানা গেছে। এই অপারেশনে সেনাবাহিনী নিচের এলাকা থেকে উপরের এলাকার দিকে এগিয়ে যায়, যাতে ওপরের এলাকার অবস্থা-পরিস্থিতির সঙ্গে তারা মানিয়ে নিতে পারে। এভাবেই সেনারা প্রায় ১৫,০০০ফুট ওপরে যায়।
উল্লেখ্য, যেখানে ভারত-চীন মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, তা প্রায় ১০,০০০ ফুট উঁচু। প্রায় ১০০-১৫০ ফুট দূরে দুদেশের ৩৫০-এর মতো সেনা রয়েছে মুখোমুখি। তবে এখন দুপক্ষই সেরকম কোনও পদক্ষেপ না নিলেও, নিজেদের সমরিক প্রস্তুতি নিয়ে চলেছে। প্রয়োজনে আরও সেনা, অস্ত্র, গোলা-বারুদও মোতায়েন করতে পারে তারা। তবে চীন কিন্তু তার দিক থেকে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছিল এতদিন ধরে।
তবে চীনা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চীন-ভারত যুদ্ধের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছে এলাকা থেকে গ্রাম-কারখানা সব খালি করে দেওয়া হচ্ছে৷ তবে চীনের দিক থেকে যুদ্ধের উস্কানি রয়েছে বলেই মনে করছে একাংশ।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৭/আরাফাত