ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের মুখে অবশেষে পদত্যাগ করলেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ।
সোমবার পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির খবরে আইনমন্ত্রীর পদত্যাগের কথা জানানো হয়েছে।
রবিবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের সমঝোতার অংশ হিসেবে তিনি পদত্যাগ করেন।
পিটিভির ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রকে সংকট থেকে বের করতে আইনমন্ত্রী জাহিদ হামিদ প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে কয়েক সপ্তাহ আগে থেকে বিক্ষোভ শুরু করে ইসলামপন্থীরা। তার অপসারণের দাবিতে তখন থেকেই তারা ফইজাবাদ হাইওয়ের মোড়ে অবস্থান নেয়। কয়েকদিনের অবস্থানের পর শুক্রবার ব্যাপক সংঘর্ষে রুপ নেয়। এতে ৫ জন নিহত ও কয়েক শতাধিক আহত হয়।
পরে করাচিসহ আরো কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সহিংসতা ছড়িয়ে পড়ার পর শনিবার রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী তলব করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন