আইএস নির্মূলে বদ্ধ পরিকর ইরাক। আর তারই জের ধরে এবার সিরিয়া সীমান্তে জঙ্গিদের শেষ ঘাঁটি ধ্বংস করতে অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে নতুন করে ঘাঁটি তৈরি করেছে আইএস জঙ্গিরা। এমন খবর আসে সেনাবাহিনীর কাছে। সেই মতো নতুন করে অভিযানের নির্দেশ দেওয়া হয় সেনাবাহিনীকে।
জানা গেছে, সেনার বাহিনীর একাধিক সংস্থাকে এই অভিযানে যুক্ত করা হয়েছে। আকাশে যুদ্ধবিমান থেকে টার্গেট করে করে মিসাইল ছোঁড়া হচ্ছে জঙ্গিদের উপর।
এ ব্যাপারে সেনার কমান্ডার জেনারেল আবদেলামির ইয়ারাল্লা এক বিবৃতিতে বলেন, সকাল থেকে সালেহদ্দিন এবং আনবার প্রদেশে আইএস জঙ্গিদের পুরোপুরি উৎখাত করতে অভিযান শুরু হয়েছে। জঙ্গিদের দেশছাড়া না করা পর্যন্ত এই অভিযান জারি থাকবে।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ