স্পেনের টেনেরিফি দ্বীপে স্থানীয় সময় রবিবার রাত আড়াইটার দিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।।
এক বিবৃতিতে অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, ভবনটিতে অনুসন্ধান করে দেখা গেছে, ভেতরে কেউ আটকে নেই। আহত ২২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ভবনটিতে ফের ধসের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কাউন্সিল কর্মকর্তারা।
এদিকে, দ্বীপটির অগ্নিনির্বাপন বিভাগ থেকে প্রকাশিত ছবি ও ভিডিওতে ধসের ঘটনার ক্ষয়ক্ষতি ফুটে উঠেছে। যাতে মনে হচ্ছে, ছাদ ধসে ওই ভবনে গুহা তৈরি হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ