প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ৬ দশমিক ২ মাত্রার এই প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
এ ব্যাপারে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রাবাউল শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি, ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ৭০ কিলোমিটার।
তবে প্যাসেফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ