রাজপরিবারে ফের বিয়ের ধুম। বিয়ে করতে চলেছেন প্রিন্স হ্যারি। গার্লফ্রেন্ড ও মার্কিন অভিনেত্রী মেগান মর্কেলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি। সোমবার এ কথা ঘোষণা করেছেন প্রিন্স চার্লস।
২০১৬ থেকে ডেট করছিলেন হ্যারি ও মেগান। চলতি মাসের শুরুর দিকেই তাদের এনগেজমেন্ট হয়। কিন্তু সে খবর জানতেন শুধু রাজপরিবারের ঘনিষ্ঠরা।
বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানিয়েছেন, রানি এই হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ পরিবারের নতুন সদস্য হিসেবে মেগানকে স্বাগত জানিয়েছেন তিনি।
চলতি বছরের সেপ্টেম্বরে 'কাপল' হিসেবে প্রথম প্রকাশ্যে আসেন হ্যারি ও মেগান। ভেনিটি ফেয়ার ম্যাগাজিনকে মেগান আগেই বলেছিলেন, 'আমরা একে অপরকে ভালোবেসে খুব ভালো আছি।'
যদিও বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে হ্যারির বিয়ের দিন এখনও সংবাদ মাধ্যমকে জানানো হয়নি। তবে তা যে খুব বেশি দূরে নয়, তা বলছে রাজপরিবারের বিভিন্ন সূত্র। ফের একটি রাজকীয় বিয়ে দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৭/আরাফাত