জাপানের মধ্যাঞ্চলীয় একটি উপকূল থেকে দুই ব্যক্তির পচে গলে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে। এরা সম্ভবত উত্তর কোরীয় জেলে। তাদের সঙ্গে একটি নৌকার ভগ্নাবশেষ পাওয়া গেছে। সোমবার একথা জানিয়েছে পুলিশ।
জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে আটজন জেলের একটি দল ভেসে আসার কয়েকদিন পর এই দুই জেলের লাশ পাওয়া গেছে। জেলেদের ওই দলটি উত্তর কোরিয়া থেকে এসেছে বলে দাবি করা হয়েছে।
নিগাতা অঞ্চলের সাদো দ্বীপের সিনিয়র স্থানীয় পুলিশ কর্মকর্তা হিদেয়াকি সাকিও বলেন, সপ্তাহান্তে পৃথকভাবে লাশ দুটিকে সৈকতের এক ধারে পাওয়া গেছে।
শনিবার একটি লাশ পাওয়া গেছে এবং রবিবার এক পথচারী সৈকতে হাঁটার সময় অপর লাশটি দেখতে পান। সৈকতটি উত্তর কোরিয়া থেকে প্রায় ৭৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৭/আরাফাত