ভারতের জাতীয় প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে দিল্লির 'মিলেনিয়াম পোস্ট'র সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার দিল্লি প্রতিনিধি গৌতম লাহিড়ী সভাপতি পদে পুনরায় বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রবীণ সাংবাদিক অনিকেন্দ্র (বাদশা) নাথ সেনকে ৬৩১ ভোটের ব্যবধানে পরাস্ত করেন।
মোট ১৭২১ ভোটের মধ্যে গৌতম পেয়েছেন ১১০৭টি ভোট এবং শ্রী সেন পেয়েছেন ৫৩৬ ভোট। গৌতম ব্যতীত দ্বিতীয় বাঙালি নির্বাচিত হয়েছেন কোষাধক্ষ্য পদে টাইমস অব ইন্ডিয়ার মহুয়া চ্যাটার্জি এবং তৃতীয় বাঙালি কর্মসমিতি পদে সুধীরঞ্জন সেন (ইন্ডিয়া টুডে টিভি।
কর্মসমিতির মধ্যে গৌতমের প্যানেলের নির্বাচিতরা হলেন- এ ইউ আসিফ (চৌথী দুনিয়া উর্দু), অভিষেক শ্রীবাস্তব (মিডিয়া ভিজিল), অদিতি নিগম (বিসনেস লাইন), আফজল ইমাম (নবভারত), কৃষ্ণ রাও (এনাডু), জোমি থমাস (মালয়ালাম মনোরমা), কল্যাণ বড়ুয়া (অাসাম ট্রিবিউন), কমল কিশোর শংকর (পিটিআই), প্রমোদ কুমার (এশিয়ান এজ), নীরজ ঠাকুর (কলকাতা টিভি), সুধীরঞ্জন সেন (ইন্ডিয়া টুডেটিভি), সুজিত ঠাকুর, (ইন্ডিয়াটুডে পত্রিকা), সুশীল কুমার (হিন্দুস্তান টাইমস), উমাকান্ত লখেরা (ফ্রিলান্স) এবং বিজয় শংকর চতুর্বেদী (রাষ্ট্র টাইমস) বিরোধি প্যানেল থেকে জয়ী হন অনিতা চৌধুরী (ন্যাশনাল ভয়েস টিভি)।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৭/আরাফাত/ ই জাহান