কিউবার বিপ্লবী নেতা এবং ফিদেল ক্যাস্ত্রোর ঘনিষ্ঠ বন্ধু আর্মান্দো হার্ত দাভালস রবিবার হাভানায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। খবর এএফপি’র।
কিউবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এ প্রবীণ বিপ্লবী নেতা রবিবার বিকেলে মৃত্যুবরণ করেন। তিনি দেশটির ব্যাপক স্বাক্ষরতা অভিযানের অগ্রদ্রুত ছিলেন।
হার্ত একজন আইনজীবী হওয়ায় তিনি দ্রুত দেশের রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। তিনি কয়েক বছর ধরে স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।
মনকাদা সামরিক ব্যারাকে অভিযানের পর ১৯৫৩ সালে ক্যাস্ত্রোর সঙ্গে যোগ দেন তিনি।
কিউবার একনায়ক ফুলজেনসিও বাতিস্তার শাসনামলে হার্তকে কারাদণ্ড দেয়া হয় এবং অনেক নির্যাতনের শিকার হন। তবে ক্যাস্ত্রো ক্ষমতায় আসার পর তিনি দেশটির শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।
তিনি বিপ্লবী হেদী সান্তামারিয়াকে বিয়ে করেন। সান্তামারিয়া মনকাদা সেনা ব্যারাকে চালানো অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি কমিউনিষ্ট কিউবার অনেক সিনিয়র নারী নেত্রীদের অন্যতম ছিলেন।
১৯৬১ সালে হার্ত এ দ্বীপ রাষ্ট্রে স্বাক্ষরতা অভিযান শুরু করেন। তার এই স্বাক্ষরতা অভিযানের প্রধান লক্ষ্যছিল কিউবার সকল নাগরিকের পড়া- লেখার দক্ষতা অর্জন করা। হার্ত ১৯৭৬ সালে নতুন করে তৈরী করা দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম