চীনের গুয়াংজুর পার্ল নদীতে দুইটি কার্গো জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নাবিকসহ ১২জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম চায়না মর্নিং পোস্ট। কার্গো জাহাজ দুইটি সংঘর্ষের পর ডুবে গেছে। গুয়াংজু চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি প্রদেশ।
চীনা উপকূলীয় অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র জানায়, নিখোঁজ কার্গোর মধ্যে সুং জিং লং ৫ হাজার ৩৮ টন স্টিল এবং জিন জি লুন ৫ হাজার বালু বোঝাই ছিল।
এছাড়া দুই জাহাজের দুজন ক্রুকে উদ্ধার করা হলেও নাবিকসহ ১২ জনকে এখনো উদ্ধার করা যায়নি।
পার্ল নদী মোহনায় সোমবার স্থানীয় সময় ৩ টায় দুর্ঘটনাটি ঘটে। নিকটবর্তী ৩০টি উদ্ধারকারী জাহাজ, একটি হেলিকপ্টার ও আরো কয়েকটি জাহাজ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
বিডিপ্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৭/ ই জাহান