পাকিস্তানে বিনিয়োগ থেকে সরে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। পাক অধিকৃত কাশ্মীরে যেকোনো রকম বিনিয়োগে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। যেসমস্ত সংস্থাগুলো বিনিয়োগ করতে চায় তাদেরকে ইতিমধ্যেই সতর্ক করেছে উত্তর কোরিয়ার সরকার। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী চো হুন সরকারিভাবে সেই বিষয়টিই সংবাদমাধ্যমকে জানালেন।
এ ব্যাপারে চো জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরকে ঘিরে ভারতের মানুষের মনে যে আবেগ জড়িয়ে রয়েছে সেই বিষয়টি উত্তর কোরিয়ার অজানা নয়। তাই ভারতের সেই আবেগকে সম্মান জানাবে উত্তর কোরিয়া। তাই যেসমস্ত সংস্থা পাক অধিকৃত কাশ্মীরে বিনিয়োগ করতে চায় তাদেরকে সতর্ক করেছে উত্তর কোরিয়া। উল্লেখ্য, চো হুন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে ভারতে নিযুক্ত ছিলেন।
জানা গেছে, সম্প্রতি বেশ কিছু কোরিয়া সংস্থা পাক অধিকৃত কাশ্মীরে ব্যবসাবাণিজ্য করার ইচ্ছেপ্রকাশ করেছে। যদিও চো তাদের নাম প্রকাশ্যে আনেননি। অধিকৃত কাশ্মীর এবং গিলগিট-বালতিসতানে বিনিয়োগ করার ক্ষেত্রে পাকিস্তান ইচ্ছেপ্রকাশ করে। এমনকি পাকিস্তান সেই বিষয়ে কিছুটা দূর এগিয়েও গেছে।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ