ইয়েমেনের দক্ষিণাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন ১০ আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ফাডল তিসি, হান তিসি ও সুলতান আমরী নামের তিন ব্যক্তি এই হামলায় নিহত হয়েছে।
ইয়েমেনের এই তিন নাগরিক স্থানীয় বাইদা প্রদেশের কাইফা অঞ্চল দিয়ে গাড়ি করে যাওয়ার সময় ড্রোন হামলায় নিহত হন। আল-কায়েদার সঙ্গে এদের সম্পৃক্ততা ছিল বলে জানা গেছে।
এর আগে গত শনিবার মাঝরাতের পর তিনটি গাড়ি লক্ষ্য করে অপর একটি ড্রোন হামলা চালানো হয়। এতে সাত সন্দেহভাজন জিহাদি নিহত হয়। গাড়িগুলোতে চড়ে জঙ্গিরা শাবওয়া প্রদেশ থেকে বাইদা যাচ্ছিল। এর আগে গত অক্টোবরে যুক্তরাষ্ট্র দাবি করেছিল তারা বাইদাতে বেশ কয়েকজন জঙ্গি সদস্যকে ড্রোন হামলায় হত্যা করেছে।
বিডিপ্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৭/ ই জাহান