ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং মেগ্যান মের্কেলের বিয়ের খবর প্রকাশ হওয়া মাত্রই হইচই পড়ে গেছে। এই বিয়ে নিয়ে সবার কৌতূহলও তুঙ্গে। তবে এই বিয়েতে বেশ কিছু বিচিত্র নিয়ম পালন করতে হবে হ্যারিকে।
অবশ্য শুধু হ্যারি নয়, ব্রিটিশ রাজবংশের সব পুরুষকেই বিয়ের সময় পালন করতে হয় এই নিয়মগুলি। আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো সেই সম্পর্কিত কিছু তথ্য-
১। সামরিক পোশাকে বিয়ে করতে হবে হ্যারিকে। প্রিন্স অ্যালবার্টের সময় থেকে চালু হয়েছিল এই প্রথা। তবে বিমানসেনা, নৌসেনা কিংবা স্থলসেনার মধ্যে কাদের পোশাক পাত্র পরবেন, সেটার ওপরে কোনও বাধ্যবাধকতা নেই। তবে ১৯৮১ সালে প্রিন্স চার্লসের বিয়ের সময় থেকে সকলেই স্থলসেনার পোশাক পরেই বিয়ে করেছেন।
২। গির্জার ডান দিকে দাঁড়াতে হবে পাত্রকে।
৩। বিয়েতে ব্যবহার করা হবে দু’টি কেক। একটি মাঝারি মাপের। সেটি পরিবারের সদস্যদের জন্য। অপরটি দৈতাকৃতি। সেটি অতিথিদের জন্য।
৪। বর কিংবা কনের কেউই বিয়ের আংটি পরতে পারবেন না। তবে একজনের মৃত্যুর পরে অপরজন আংটি পরতে পারেন। যেমন ডায়নার মৃত্যুর পরে বিয়ের আংটি পরেছিলেন চার্লস।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর