রোহিঙ্গা ইস্যুতে বিশেষ অধিবেশনে বসছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ ও সৌদি আরবের বিশেষ অনুরোধে এ অধিবেশনের আয়োজন করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর জেনেভায় ওই অধিবেশন বসবে।
অধিবেশনে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি ও এর সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো রক্তাক্ত অভিযানের বিষয়ে আলোচনা করা হবে। কাউন্সিল মুখপাত্র রোলান্দো গোমেজ এ তথ্য জানিয়েছেন।
গত আগস্টে মিয়ানমারের রাখাইনে রক্তাক্ত অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। রোহিঙ্গারা হত্যা, ধর্ষণ ও লুটপাটের শিকার হয়। অভিযান শুরুর পর ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সূত্র : বিজনেস ইনসাইডার
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা