রাশিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসে হঠাৎ একটি বাস ঢুকে পড়ায় পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার দুপুরে দেশটির রাজধানী মস্কোর কুটুজোভস্কি অ্যাভিনিউতে এই দুর্ঘটনা ঘটে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টুইটা বার্তায় জানিয়েছেন, আহতদের জরুরি ভিত্তিতে সেবা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বাসচালক ভিক্টর টিখোনোভকে আটক করা হয়। আহত হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিডিপ্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান