রাহুল গান্ধী নাকি খুবই 'হ্যান্ডসাম'। নিজের জন্মদিনে কংগ্রেস সভাপতি'র সাথে দেখা করতে চেয়েছিলেন ১০৭ বছরের বৃদ্ধা। দেখা না করলেও ওই বৃদ্ধার সঙ্গে ফোনে কথা বলেছেন রাহুল। সেই সঙ্গে টুইটারে তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।
বৃদ্ধার নাতনি দীপালি সিকান্দ ২৫ ডিসেম্বর টুইটারে লেখেন, আজ আমার ঠাকুমার ১০৭ তম জন্মদিন। তার একটাই ইচ্ছা, 'রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চান'। আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কেন রাহুল গান্ধীর সাথে দেখা করতে চাও? ঠাকুমা আমার কানে কানে বললো 'ওঁ ভীষণ হ্যান্ডসাম'।
টুইটির সঙ্গে ঠাকুমার একটি কেক কাটার ছবিও পোস্ট করে দেন নাতনি দীপালি। এক ঘণ্টার মধ্যেই রাহুল গান্ধীর অফিসিয়াল টুইটারে একটি টুইট করা হয়। এতে লেখা ছিল, প্রিয় দীপালি, তোমার মিষ্টি ঠাকুমাকে জন্মদিন ও বড়দিনের শুভেচ্ছা জানাই। আমার তরফ থেকে ঠাকুমাকে শুভেচ্ছা জানিও।
২৫ ডিসেম্বর সন্ধ্যায় আরেকটি টুইট করেন দীপালি। তিনি লেখেন, শুধু এটাই নয়, রাহুল রাহুল গান্ধী ফোন করে ব্যক্তিগতভাবে আমার ঠাকুমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এটাই মানবিকতা। যারা আমার ঠাকুমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/ফারজানা