সোমবার ব্রিটেনের জলসীমা পার করে ঢুকে পড়ে একাধিক রাশিয়ার যুদ্ধ জাহাজ। আর দেশকে রক্ষা করতে কোনো দ্বিধা না করেই ছুটে যায় ব্রিটিশ রণতরী। ক্রিসমাসের দিনেই এমন ঘটনা ঘটে নর্থ সি আর ইংলিশ চ্যানেল।
ব্রিটেনের অভিযোগ, একেবারে কাছাকাছি চলে এসেছিল রাশিয়ান ভেসেল Admiral Gorshkov। আর তাকে তাড়া করতে সমুদ্রে ছুটে যায় ব্রিটিশ ফ্রিজেট HMS St Albans। সাম্প্রতিককালে একাধিকবার এইভাবে রাশিয়ান যুদ্ধ জাহাজগুলিকে ব্রিটেনের ঘাড় ঘেঁষে যেতে দেখা গেছে বলে জানা গেছে।
আরও দুটি রাশিয়ান ভেসেলর উপর নজর রাখতে একটি হেলিকপ্টারও ওড়ায় ব্রিটেন। ২৫ ডিসেম্বর সারাদিন ধরে তারা ট্র্যাক করে ওই যুদ্ধ জাহাজগুলি। এই ঘটনার পরই ব্রিটেনের ডিফেন্স সেক্রেটারি গ্যাভিন উইলিয়ামসন জানান, ‘শত্রুপক্ষের কোনও রকম ঔদ্ধত্যের হাত থেকে দেশকে রক্ষা করতে কোনোমতেই পিছপা হব না।’ তিনি আরও বলেন, দেশ ও দেশবাসীকে বাঁচাতে কোনোদিনই থেমে থাকেনি ব্রিটিশ সেনা।
যদিও এইভাবে নর্থ সিং-তে আগমনকে স্বাভাবিক বিষয় বলেই দাবি করছে রাশিয়া। ব্রিটিশ ফ্রিজেট HMS St Albans-এর কমান্ডিং অফিসার ক্রিশ আনসেল বলেন, ‘ক্রিসমাস বা নিউ ইয়ারে পরিবারের সঙ্গে থাকতে না পারার দুঃখ তো রয়েছেই। তবে দেশকে সুরক্ষিত রাখার জন্য এটা আমাদের কর্তব্য।’
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/হিমেল