চীনের 'ইতর কসাই' খ্যাত মানবাধিকার কর্মী য়ু জেনকে মঙ্গলবার আট বছর কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৫ সালের পর থেকেই আটক আছেন তিনি। ওই সময় শত শত মানবাধিকার কর্মী ও আইনজীবীকে গ্রেফতার করা হয়েছিল।
য়ু জেন চীনের বড় বড় সরকারি কর্তাদের নিয়ে অনলাইনে ব্যঙ্গ-বিদ্রুপ করতেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
তিয়ানজেনের দুই নম্বর জরুরি গণআদালত জানিয়েছেন, য়ু চীনের বর্তমান সরকার ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট এবং রাষ্ট্রীয় ক্ষমতার অবমাননা করেছেন। তিনি মিথ্যা তথ্য ছড়িয়েছেন এবং অনলাইনে অন্যদের অপমানিত করেছেন। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/ফারজানা