কোন ভাবেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে বিরত রাখা যাচ্ছে না উত্তর কোরিয়াকে। সম্প্রতি অধিক শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। তবে ফের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে উত্তর কোরিয়া, মঙ্গলবার এমনই তথ্য প্রকাশিত হয়েছে দক্ষিণ কোরিয়ার এক সংবাদপত্রে৷
উত্তর কোরিয়ার এই সাটেলাইটের নাম দেওয়া হয়েছে Kwangmyongsong-5। এই স্যাটেলাইটে ক্যামেরা এবং যোগাযোগ রক্ষার জন্য সমস্ত প্রকার ব্যবস্থা থাকবে বলে জানা গেছে৷ গতবছর ফেব্রুয়ারিতে KWANGMYONGSONG-4 উপগ্রহ লঞ্চ করেছিল উত্তর কোরিয়া৷ তবে Kwangmyongsong-5 এই স্যাটেলাইট লঞ্চ করার আড়ালে কিম ফের একবার মিসাইল পরীক্ষা করবে বলেও আশঙ্কা একাংশের৷ যদিও কিমকে যোগ্য জবাব দিতে দক্ষিণ কোরিয়া যে প্রস্তুত, সে বার্তাও উঠে এসেছে স্পষ্টভাবে৷
বিডি প্রতিদিন/এ মজুমদার