ভারতের হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন জয়রাম ঠাকুর (৫২)। বুধবার সিমলার ঐতিহাসিক রিজ ময়দানে রাজ্যটির ১৪ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন সিরাজ কেন্দ্র থেকে জয়ী পাঁচ বারের বিধায়ক জয়রাম। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল আচার্য দেবরাত। জয়রাম ঠাকুর ছাড়াও এদিন শপথ গ্রহণ করেন আরও ১১ জন মন্ত্রী।
নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, বিজেপির সিনিয়র নেতা লালকৃষ্ণ আদবানী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী জে.পি.নাড্ডা, সড়কমন্ত্রী নীতিন গড়করি, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরসহ বিশিষ্টরা।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/হিমেল