জনসংখ্যার চাপ কমাতে এবং ভূমির পরিমাণ বাড়াতে ভূমধ্যসাগরের উপকূলে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরাইল। দেশটির মন্ত্রিসভায় এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।
বিষয়টি জানিয়ে জেরুজালেম পোস্টে বলা হয়েছে, ইসলাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুসারে দ্বীপ নির্মাণের এ পরিকল্পনা নেয়া হয়েছে।
রবিবার ইসরাইলের মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, দ্বীপ নির্মাণের ফলে ইসরাইলে জনসংখ্যার চাপ কমবে এবং ইসরাইলের দখলে থাকা ভূমির পরিমাণ বাড়বে।
তিনি আরও বলেন, 'আমাদের একটি উপকূল আছে এবং সেখানে আমরা পানি শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্রসহ নানা ধরনের স্থাপনা গড়ে তুলতে পারি। পাশাপাশি এ দ্বীপ আমাদের বাড়তি ভূমি দেবে।'
জেরুজালেম পোস্ট জানিয়েছে, ১৯৯৯ সালে ইসরাইল ও হল্যান্ডের একটি যৌথ কমিটি উপকূলের কাছে কৃত্রিম দ্বীপ নির্মাণের সম্ভাব্যতা নিয়ে রিপোর্ট দেয়ার পর থেকে বহু কমিটি এ পর্যন্ত বিষয়টি খতিয়ে দেখেছে।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম