দক্ষিণ কোরিয়ায় রাজধানী সিউলে জনসমুক্ষে বক্তৃতা দেওয়ার সময় এক নারীকে প্রকাশ্যে ঠোঁটে চুমু দেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তার এমন কর্মকাণ্ডে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠে।
এর আগেও নানা কারণে বিশ্বজুড়ে সমালোচিত হয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তে। তিনি প্রথমে কুখ্যাতি অর্জন করেছেন পুরো দেশে রক্তক্ষয়ী এক মাদক-বিরোধী অভিযান চালিয়ে।
দেশি-বিদেশি উদ্বেগকে পাত্তা না দিয়ে ১২ হাজারেরও মানুষ হত্যা করেছে তার নিরাপত্তা বাহিনী।
দ্বিতীয়ত, ভদ্রলোকের মুখ ভীষণ খারাপ। যাকে তাকে প্রকাশ্যে অশ্লীল গালিগালাজ করতে বা হুমকি দিতে তার বাঁধে না এতটুকুও। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান -- কাকে তিনি গালি দিতে বাকি রেখেছেন?
তবে সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন একেবারে ভিন্ন এক কারণে। কদিন আগে প্রকাশ্য অনুষ্ঠানে এক বিবাহিত নারীকে ঠোঁটে চুমু দিতে দেখা গেছে তাকে! এ নিয়ে তোলপাড় চলছে ফিলিপাইনে। তবে দুতের্তের মেয়ে ও দাভাও শহরের মেয়র সারা দুতের্তে বিষয়টি নিয়ে মোটেই মজা পাচ্ছেন না।
শুক্রবার সারা ঘোষণা দিয়েছেন, তিনি এখন থেকে দুতের্তের বৈদেশিক সফরে তাকে সঙ্গী হবেন, যাতে তার প্রেসিডেন্ট পিতা ফের কোনো 'চুমু দৃশ্যে'র অবতারণা করতে না পারেন! এ খবর দিয়েছে ফিলিপাইনের এনকোয়ারার পত্রিকা।
খবরে বলা হয়, শুক্রবার একটি সম্মেলনের সাইডলাইনে প্রেসিডেন্ট-কন্যা সাংবাদিকদের বলেন, তিনি চান না তার পিতার কর্মকাণ্ডের কারণে তার কর্মকর্তারা ঝামেলায় জড়াক। তার ভাষ্য, আমি উনার সঙ্গে দক্ষিণ কোরিয়া সফরেই থাকতে চেয়েছিলাম, তবে বাজেট ছিল সীমিত। তাই যাইনি। তবে সারা বলে দিয়েছেন, প্রেসিডেন্ট এখন থেকে বিদেশ সফরে গেলেই আশেপাশেই তার কন্যার দেখা পেয়ে যেতে পারেন।
তিনি বলেন, আমি প্রয়োজনে নিজের গাঁটের পয়সা খরচ করে তার সঙ্গে যাব। যাতে করে তিনি ফের কাউকে চুমু দিয়ে বসতে না পারেন!
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৮/আরাফাত