রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বুধবার দুপুর ২টা ৩৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকাল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম।
তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ