যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে ৬ জঙ্গি নিহত হয়েছে। নিহত ৬ জঙ্গি ইসলামিক স্টেট-খোরাসানের সঙ্গে যুক্ত ছিল বলে খবরে বলা হয়। তবে তালেবানের সঙ্গে এই জঙ্গিদের যোগসাজশ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আফগানিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত শুক্রবারের যুক্তরাষ্ট্রের এ ড্রোন হামলায় কমপক্ষে দু'টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে এবং ৬ জঙ্গির মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার