ট্রাম্প-কিম বৈঠক ঘিরে উত্তেজনায় একদিকে ফুটছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। পাশাপাশি, সেই উত্তেজনার ছোঁয়া লেগেছে সিঙ্গাপুরের নাগরিকদের মধ্যেও। শহরের রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে ট্রাম্প ও কিমকে।
এক মঞ্চে আসবে দুই নেতা তখন যে ইতিহাস তৈরি হবে, সে কথা নিশ্চিত ভাবে জানেন সিঙ্গাপুরের নাগরিকরাও। সেই ধারণা থেকেই 'নকল ট্রাম্প' সেজে নেমে পড়েছেন হাওয়ার্ড এক্স নামের এক ব্যক্তি। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ড্যানিস এল্যান। ইনি সেজেছেন 'নকল কিম'। দু'জনেই হংকংয়ের বাসিন্দা। আর এই নকল ট্রাম্প ও কিমকে দেখতেই শহরের রাস্তায় ভিড় জমাচ্ছেন সিঙ্গাপুরের সাধারণ মানুষ। কেবল দেখাই নয়, সুযোগ রয়েছে ছবি তোলারও। যার জন্য মাত্র দিতে হবে ১১ ডলার।
এদিকে, ঐতিহাসিক বৈঠকের দু'দিন আগেই সিঙ্গাপুরে পৌঁছে গেলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম। অন্যদিকে, স্থানীয় সময় রবিবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছেছেন ট্রাম্প।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৮/আরাফাত