এ বছর জি-৭ সম্মেলনের আয়োজন করে ভালোই বিপদে পড়তে হয়েছে কানাডাকে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খুব আশাবাদী ছিলেন। একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলেও ধারনা করা হচ্ছিল। উল্টো সম্মেলনটি শেষ হল তিক্ততায়। ক্ষমতায় আরোহনের এক বছরের বেশি সময় ধরে ট্রুডোর সঙ্গে ট্রাম্প সুসম্পর্ক বজায় রাখলেও সেটিতে চিড় ধরেছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকোর সঙ্গে কানাডার ওপরও শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। রবিবার ট্রুডোকে 'অসৎ' বলেও আখ্যা দিয়েছেন ট্রাম্প।
এখানেই শেষ নয়। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ নতুন নয়। সেটি সমাধানে এপ্রিলে সহযোগিতায় হাত বাড়িয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। হোয়াইট হাউসে তিনি জানান, চীনের সঙ্গে বাণিজ্য সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় ফ্রান্স। জি-৭ সম্মেলনে ট্রাম্প সেদিকেই ইঙ্গিত করে বলেছেন, বাণিজ্যের দিক দিয়ে চীনের চেয়েও খারাপ ইউরোপীয় ইউনিয়ন।
জি-৭ এ অন্তর্ভূক্ত জার্মানি, ইতালির মতো ফ্রান্সও ইউরোপীয় ইউনিয়নের সদস্য। তার মানে ফ্রান্স চীনের চেয়েও খারাপ! সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা