ডোনাল্ড ট্রম্প-কিম জং উনের মধ্যকার বৈঠককে সামনে রেখে সোমবার শেষ মুহূর্তে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কূটনীতিকরা। আগামীকাল সিঙ্গাপুরে বৈঠকে বসছেন ট্রাম্প-কিম। বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চোয়ি সুন হুই ও ফিলিপিনে যুক্তরাষ্ট্রের দূত সাং কিম এ বৈঠক বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন। সোমবার তারা দুই ঘণ্টারও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের রিটজ-কার্লটন হোটেলে একান্তে আলোচনা করেছেন।
লস অ্যাঞ্জেলস জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কোনো খসড়া চুক্তি বা যৌথ বিবৃতির বিষয়ে এ আলোচনা হতে পারে। কিংবা ট্রাম্প-কিমের বৈঠককে ফলপ্রসূ করতে অন্য কোনো বিষয় আলোচনাও এ বৈঠকের উদ্দেশ্য হতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা