বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, শোন অ্যারেস্ট এ সরকারের নতুন আবিষ্কার। বেগম খালেদা জিয়া উচ্চ আদালতে জামিন পেয়েছেন। নিম্ন আদালত সরকারের অধীনে কাজ করে বলে সেখানে পাননি। সরকারের ষড়যন্ত্রের কারণেই খালেদা জিয়ার মুক্তি পেতে বিলম্ব হচ্ছে। উনি অবশ্যই মুক্তি পাবেন। কত বিলম্ব করবে তারা? কোনো দিন কেউ শুনেছেন সুপ্রিম কোর্ট জামিন দেয়ার পর আবেদন শুনানির জন্য দুই মাস সময় দেয়?
রবিবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, আমি আমার এই এলাকা থেকে ৫ বার নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছি। আমার কোনো আমলে তো এ পরিবেশ সৃষ্টি হয়নি। আমার এবং আমাদের জনপ্রিয়তায় সরকার ভয় পায়। আমি যতবার এ এলাকায় আসি ততবার আমার নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করছে।
তিনি আরও বলেন, এই এলাকার উন্নয়নের সঙ্গে মানুষের সঙ্গে আমার গভীর সম্পর্ক। এই এলাকায় উন্নয়নের প্রথম ছোঁয়া আমার হাতে। এখানকার রাস্তা-ঘাট, বিদ্যুৎ, গ্যাসের আমি ব্যবস্থা করেছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাজাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতাউর হোসেন পাভেল প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা