ইসলামাবাদ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কোনো সীমারেখা মানবে না। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশির সঙ্গে সাক্ষাতে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জারিফ বলেন, পাকিস্তান মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী দেশ এবং ইরান তার পূর্বদিকের এই প্রতিবেশী দেশকে অত্যন্ত গুরুত্ব দেয়। তৃতীয় কোনো দেশ পাকিস্তান-ইরান সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, দু'দেশের সীমান্তে নিরাপত্তা শক্তিশালী করা, (ইরানের) চবাহার ও (পাকিস্তানের) গোয়াদর বন্দরে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, সীমান্ত বাজারগুলোকে শক্তিশালী করা, ব্যাংকিং খাতে সহযোগিতা এবং পরস্পরের পণ্যে শুল্ক নির্ধারণের ব্যাপারে একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করা জরুরি।
সাক্ষাতে শাহ মেহমুদ কুরেশি ইরান-পাকিস্তান সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে হবে। মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানেও তেহরান-ইসলামাবাদ সম্পর্ক জরুরি বলে তিনি মন্তব্য করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে জারিফ পাকিস্তানের সেনপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও সংসদ স্পিকার আসাদ কায়সারের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে তেহরানের সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে ইসলামাবাদ পৌঁছান।
বিডি প্রতিদিন/১ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত