ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করা জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) অর্থ বরাদ্দ বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। সংস্থাটিকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে মার্কিন প্রশাসনের মুখপাত্র হিদার নয়ের্ট বলেন, বিষয়টি ‘সতর্কভাবে পর্যালোচনার’ পর সংস্থাটিকে আর কোনো তহবিল দেবে না যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা জানিয়েছেন, এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি ‘হামলা’।
তিনি বলেন, এ ধরনের পদক্ষেপে এই বাস্তবতার পরিবর্তন হবে না যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা নেই এবং একটি সমাধান প্রক্রিয়ার কোনও অংশ নয়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ‘জাতিসংঘের প্রস্তাবনার বিরোধী’।
এদিকে ইউএনআরডব্লিউএ’র মুখপাত্র ক্রিস গানস সংস্থাটি পক্ষে একাধিক টুইট প্রকাশ করে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেন। টুইটে তিনি লিখেন, ইউএনআরডব্লিউএ’র স্কুল, স্বাস্থ্য ও জরুরি সহায়তা কার্যক্রম ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ এমন সমালোচনা আমরা সবদিক থেকে প্রত্যাখ্যান করছি।
এর আগে গত জানুয়ারিতে সংস্থাটির জন্য তহবিল কমিয়ে দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
বিডি প্রতিদিন/১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল