কিছুদিন আগে মদ্যপান করে গাড়ি চালানোর দায়ে আটক করা হয় ফ্রান্সের বিশ্বকাপজয়ী গোলরক্ষক হুগো লরিসকে।বিষয়টা যে মোটেও তুচ্ছ-তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা ঠিক হবে না তার চাক্ষুষ প্রমাণ পেলেন ভারতের রাজস্থানের জয়পুরের বাসিন্দারা। কারণ গতকাল শুক্রবার মদ্যপান করে বেপরোয়া গাড়ি চালিয়ে ৪ জন মানুষকে পিষে দেওয়ার ঘটনা ঘটেছে সেখানে। অভিযোগের তীর রাজস্থানের স্থানীয় এক বিজেপি নেতার ছেলের দিকে।
এনডিটিভির খবর, চারজনের মধ্যে ইতোমধ্যে দু'জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা বিজেপি নেতার ছেলেকে তুলে দেয় পুলিশের হাতে।
স্থানীয় থানার অফিসার নরেন্দ্র জানান, “শুক্রবার দ্রুতগতিতে ধয়ে আসা একটি গাড়ি ফুটপাথে শুয়ে থাকা মানুষদের পিষে দেয়। প্রত্যেককেই আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। শনিবার আমরা জানতে পারি, তাদের মধ্যে দু'জন মারা গেছে।
৩৫ বছর বয়সী অভিযুক্ত সেই বিজেপি নেতার ছেলের নাম ভরত ভূষণ মীনা। প্রবল মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন তিনি। তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা বৈধসীমার থেকে ৯ গুণ বেশি ছিল বলে জানিয়েছে পুলিশ।
খবরে বলা হয়, ভরত এবং তাঁর বন্ধুরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন গাড়িটিতে। রিপোর্ট জানায়, প্রথমে গাড়িটি ধাক্কা মারে গান্ধীনগর স্টেশনের কাছে উড়ালপুলের তলার ফুটপাথে। চালক গাড়ির গতি সেই সময় বাড়িয়ে দিয়ে পালানোর চেষ্টা করলে তাঁর গাড়ির চাকা পিষে দিয়ে যায় চারজন ঘুমন্ত শ্রমিকের দেহ। খুনের চেষ্টা এবং মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেছে পুলিশ ভরত ভূষণ মীনার বিরুদ্ধে। ঘাতক এসইউভি গাড়িটির বৈধ মালিক ভরত ভূষণ মীনার বাবা স্থানীয় বিজেপি বদ্রি নারায়ণ মীনা।
বিডি-প্রতিদিন/০১ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব