পুলিশকে ফেসবুকের পাসওয়ার্ড দিতে অস্বীকার করায় এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার লন্ডনের বাসিন্দা স্টিফেন নিকোলসনকে ১৪ মাসের জেলও দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই ১৩ বছরের স্কুলছাত্রী লুসি ম্যাকহাগকে অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাত করে খুন করেন।
পুলিশ সেই খুনের ঘটনার তদন্তে নাম। সন্দেহভাজন হিসেবে স্টিফেন নিকোলসনকে শনাক্ত করে এবং তার ফেসবুকের পাসওয়ার্ড চায়। কিন্তু স্টিফেন তা দিতে অস্বীকার করে। এর জেরেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে খুনের আগে স্টিফেনের ফেসবুক থেকে কোনও ম্যাসেজ করা হয়েছিল কিনা তা দেখার জন্য পাসওয়ার্ড চাওয়া হয়। কিন্তু তিনি তা দিতে রাজি না হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। তদন্ত কার্যক্রমে বাধা দেয়ায় আদালত তাকে ১৪ মাসের জেলও দেন।
বিডি প্রতিদিন/০২ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত