সন্ত্রাস দমন প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে ফোনে কথা হয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের।
সেই সূত্রে বোল্টন টুইট করেন, ‘‘পাকিস্তান থেকে বিশ্বে হামলা চালিয়ে যাওয়া জঙ্গিদের কড়া হাতে মোকাবিলা করবে বলে কথা দিয়েছে ইসলামাবাদ। ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে নতুন করে চেষ্টারও আশ্বাস দিয়েছে তারা।’’
ওয়াশিংটন সূত্রে খবর, বোল্টনের সঙ্গে বালাকোট প্রসঙ্গেও কথা বলেন কুরেশি। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির বার্তা দিয়েছেন বলে দাবি করেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ