১৯৯০ এর দশকে দুই বালককে যৌন হয়রানির ঘটনায় কার্ডিনাল জর্জ পেলকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া কাউন্টি আদালতের প্রধান বিচারক পিটার কিড বুধবার এ সাজা ঘোষণা করেন যা বিশ্বব্যাপী সম্প্রচারিত হয়।
তবে রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি পোপ ফ্রান্সিসের সাবেক এ জ্যৈষ্ঠ উপদেষ্টা। জর্জ পেল তিনি ভ্যাটিকানের সাবেক কোষাধ্যক্ষ। শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে এ যাবতকাল যত ক্যাথিলিক যাজককে অভিযুক্ত করা হয়েছে তার মধ্যে তিনি সবচেয়ে জ্যেষ্ঠ।
৫ সপ্তাহ ধরে চলা গোপন বিচারেরর পর গত ডিসেম্বরে ৭৭ বছর বয়সী জর্জ পেলকে দুই শিশুকে যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা