স্বামীকে গুরুত্ব না দিয়ে নিজের মোবাইলে এক ‘পাকিস্তানি নাটক’ দেখায় ব্যস্ত ছিলেন স্ত্রী। আর এই অভিযোগেই রাগে স্ত্রীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালেন স্বামী। সোমবার সকালের দিকে এই ঘটনা ঘটে ভারতের মহারাষ্ট্রের পুণে শহরে।
পুণের সালিশবারি পার্ক সংলগ্ন এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন ৪০ বছর বয়স্ক আসিফ সাত্তার নায়েব। হোর্ডিং, পোস্টার লাগানোর ব্যবসা রয়েছে আসিফের। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরই অভিযুক্ত আসিফকে আটক করে সারগেট থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালের দিকে আসিফের স্ত্রী তার ছেলে পাশের একটি দোকান থেকে দুধ কিনে আনতে পাঠান, কিন্তু বাসায় আনার পর তিনি যধন দেখেন যে দুধের পাউচ প্যাকেটটি ফুটো হয়ে গেছে এবং তা থেকে বেশ কিছুটা দুধ বাইরে পড়ে নষ্ট হয়েছে। এরপরই তিনি তার ছেলেকে বকুনি দেন। স্ত্রীর এই কন্ঠস্বর শুনেই আসিফ তাতে হস্তক্ষেপ করেন। আর তারপরেই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। যদিও তখনকার মতো বিষয়টি মিটে গেলেও বিকালে ফের সমস্যা তৈরি হয়।
ওই নারী অভিযোগ পত্রে জানায়, আসিফ কাজ থেকে বাসায় ফিরে আসার পর, স্ত্রী তার শোবার ঘরে চলে যান। এরপর স্বামী যখন তার ঘরে গিয়ে ওই নারীর সাথে কথা বলতে যান তাকে গুরুত্ব না দিয়ে তিনি তখন নিজের মোবাইলে ‘পাকিস্তানি নাটক’ দেখতে থাকেন।
আসিফ মনে করেন স্ত্রী তাকে প্রত্যাখান করছেন এবং স্বামীর বদলে মোবাইল ফোনে সিরিয়ালের দিকেই বেশি নজর দিচ্ছেন। বিষয়টি আসিফের আত্ম অভিমানে লাগে এবং ছুরি নিয়ে তার স্ত্রীর ওপর হামলা চালায়। এসময় স্ত্রীও নিজেকে বাঁচাতে গেলে তার ডান হাতের বুড়ো আঙুলটি মচকে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর