নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে ব্ন্দকধারীদের হামলায় তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার খবর জানা গেছে।
শুক্রবার স্থানীয় সময় দুপুরে জুম্মার নামাজের সময় ওই হামলা চালানো হয়। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ হামলাকে ‘গুরুতর ঘটনা’ উল্লেখ করে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরের হাসপাতাল ও সব স্কুলে যে যেভাবে আছে, সেভাবেই ভেতরে থাকতে নির্দেশে দেওয়া হয়েছে। বাসিন্দাদের বাসা থেকে বের না হতে নির্দেশ দিয়েছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে লোকজনকে দূরে থাকতে বলা হয়েছে। এছাড়া তাদের প্রার্থনার জন্য আপাতত মসজিদে যেতেও নিষেধ করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কালো পোশাক পরা এক ব্যক্তি হেলমেট পরে একটি মেশিনগান নিয়ে মসজিদে প্রবেশ করে হামলা চালায়। আল নূর মসজিদে হামলার পরই লিনউড নামের এক মসজিদে দ্বিতীয় হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, বন্দুক হামলার পর মসজিদ থেকে লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। মসজিদের ভেতর কয়েকজনের প্রাণহানি ঘটেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন