ন্যাটো জোট ও প্রথাগত মার্কিন বলয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তুরস্ক। আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাটাক দি সিস্টেম ডট কমের সম্পাদক কিথ পিটারসন ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।
তিনি বলেন, মার্কিন বলয় থেকে তুরস্ক রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে। মার্কিন এ বিশ্লেষক আরো বলেন, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেছেন তখন থেকেই তুরস্কের সঙ্গে আমেরিকার টানাপড়েন শুরু হয়েছে। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার অন্যতম হলো রাশিয়া থেকে তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত।
পিটারসন বলেন, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ক ও আমেরিকার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। দ্বিতীয় যে কারণ তা হলো- তুরস্কের নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। এ গোষ্ঠীকে ওয়াশিংটন সমর্থন দিচ্ছে অন্যদিকে তুরস্ক তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করে।
আমেরিকার সঙ্গে ন্যাটোর অন্যতম সদস্য জার্মানিরও টানাপড়েন চলছে বলে উল্লেখ করেন পিটারসন। দেশটি এর আগে ঐক্যবদ্ধ ইউরোপীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছিল।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৯/আরাফাত