২২ এপ্রিল, ২০১৯ ১০:০৭

শ্রীলঙ্কায় বোমা হামলার প্রথম ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় বোমা হামলার প্রথম ভিডিও ভাইরাল

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার বিভিন্ন শহরে ৩টি গির্জা, ৩টি পাঁচ তাঁরা হোটেল ও আরও দুটি স্থানসহ মোট ৮টি স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০০ জন।

রবিবার ইস্টার সানডের সকালে কলম্বোর বিলাসবহুল সিনামুন গ্রান্ড, শাঙ্গরি-লা ও কিংসবারি হোটেল এবং কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জা, নেগোমবোর সেন্ট সেবাস্তিয়ান গির্জা ও বাত্তিকালোয়ার জিওন গির্জায় ওই হামলা হয়।

সিরিজ এই বোমা হামলার প্রথম বিস্ফোরণটি ঘটে একটি গির্জায়। প্রথম ওই বিস্ফোরণের ভিডিও প্রকাশ হয়েছে। এরই মধ্যে তা ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

ভিডিও:

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর