১৯ মে, ২০১৯ ০১:১৮

মার্কিন নিষেধাজ্ঞায় তেল রফতানিতে কৌশল পরিবর্তন ইরানের

অনলাইন ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞায় তেল রফতানিতে কৌশল পরিবর্তন ইরানের

মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরান তার তেল কৌশল পরিবর্তন করেছে। ইরানের বন্দর ও সামুদ্রিক সংগঠনের সামুদ্রিক বিষয়ক উপ-পরিচালক হাদি হাকশেনস বলেন, তেল মন্ত্রণালয় তেল রফতানিতে কৌশল পরিবর্তন করেছে এবং আমাদের পোর্ট থেকে তেলবাহী কার্গোর গন্তব্য পরিবর্তন করা হয়েছে। শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইলনা এ খবর জানায়।

সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান তেল বিক্রি চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ছয় জাতির পারমাণবিক চুক্তির আওতায় ২০১৫ সালে ইরানের বিরুদ্ধে যেসব মার্কিন নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছিল, সেগুলোও পুনর্বহাল করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। 

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে আরোপ করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ নিষেধাজ্ঞা অবৈধ আখ্যায়িত করে ইরানের সঙ্গে বাণিজ্য জোরদার করার ঘোষণা দিয়েছে দেশটি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর