ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রকাশ হয় নতুন নতুন গান। যে রীতি চলছে সংগীত ইন্ডাস্ট্রি শুরুর সময় থেকেই। তবে এ সময়ে অডিও-অ্যালবামের গান প্রকাশের অনীহার কারণে শ্রোতা-দর্শকরা ঈদের সিনেমার গানগুলো মুক্তির অপেক্ষায় থাকে; পাশাপাশি নাটকের গান তো আছেই। এদিকে কয়েক বছর ধরে আলোচনায় ঈদ সিনেমার গান। সিনেমা মুক্তির আগে গানগুলো দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দেয়। এবারও ব্যতিক্রম ঘটেনি। মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার গানের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানটি। কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। প্রকাশিত এ গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। এতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন। এছাড়াও অচিন মানুষের গাওয়া ‘জ্বালা জ্বালা’, রবিউল ইসলামের লেখা ‘খবর দে’ গানটিও সবার মুখে মুখে। এর আগে প্রকাশিত হয়েছিল সিনেমাটির টাইটেল ট্র্যাক। ‘প্রতিহিংসা ও রাজকতা মুছে যায় না’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সিফাত আবদুল্লাহ। সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। শাকিব খান, সাবিলা নূর ছাড়াও এতে অভিনয় করেছেন জয়া আহসান। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে আলোক হাসান পরিচালিত ‘টগর’ সিনেমার আইটেম সং ‘হান্ডেড পার্সেন্ট দেশী’ গানটি ব্যাপক সাড়া ফেলে। রণক ইকরামের কথায় কামরুজ্জামান রাব্বী ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এ গানটিতে ঠোঁট মিলিয়েছেন আদর আজাদ ও পূজা চেরী। এ গানটিতে ছিল দেশীয় উৎসবের রং ও প্রাণ। গানটির সুর ও গায়কীর সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। এরপর প্রকাশিত দ্বিতীয় গান ‘ও সুন্দরী’ও শ্রোতা-ভক্তদের মুখে মুখে। গানটি দিয়ে ব্যাপক রিলস, টিকটক প্রকাশ পায়। রবিউল ইসলাম জীবনের লেখা গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন ইমরান মাহমুদুল ও আতিয়া আনিশা। ভিডিওতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে পারফর্ম করেছেন ৭০ জনের বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য। সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনায় ছিল এআর মুভি নেটওয়ার্ক। ১ জুন প্রকাশ হওয়া ‘ইনসাফ’ সিনেমার গান ‘তোমার খেয়ালে মরি’তে কণ্ঠ দেন হাবিব ওয়াহিদ। গানটি প্রকাশ পেলে দারুণ প্রশংসিত হয়। এটি লিখেছেন তন্ময় পারভেজ। সুর-সংগীত করেছেন আরাফাত মহসিন নিধি। তবে এ সিনেমাতে পপস্টার মিলার কণ্ঠে গাওয়া আইটেম সং ‘আকাশেতে লক্ষ তারা’ ব্যাপক আলোচিত হয়। শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। অন্যদিকে রবিউল ইসলাম জীবনের লেখা ও আরিফ আহমেদ জয়ের গাওয়া টাইটেল সংটিও সবার মাঝে সমাদৃত হয়। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিমসহ অনেকে। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা ‘নীল চক্র’। মিঠু খান পরিচালিত এ সিনেমায় ইমন সাহার সুরে ও ওয়াহিদ বাবুর কথায় মাশা ইসলামের গাওয়া ‘যেতে যেতে’, বালামের গাওয়া ‘ধোঁকা’ এবং বালাম-জালালী শাফায়েতের গাওয়া ‘এই শহরের অন্ধকারে’ টাইটেল সং দর্শক-প্রশংসিত হয়। গানগুলো টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল, আরিফিন শুভর ফেসবুক ও নীলচক্রের পেজে একযোগে প্রকাশিত হয়েছে। ইমন সাহার সুরে ও ওয়াহিদ বাবুর কথায় গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মাশা ইসলাম। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি প্রমুখ। এদিকে ঈদুল আজহার শুরুতে সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শাকিব খান ও সাবিলা নূর অভিনীত সিনেমা ‘তাণ্ডব’-এর গান ‘লিচুর বাগানে’। কিন্তু ঈদের পরই সেই আলোচনায় মোড় ঘুরিয়ে দেয় ফারহান আহমেদ জোভানের নাটক ‘আশিকি’র গান। ইউটিউবে নাটকটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে নাটকটির ভিউ ছাড়িয়ে গেছে ১০ মিলিয়ন। একটি নাটকের গান যে এত আলোচিত হতে পারে তা ছিল সবার ধারণার বাইরে। ফলে দর্শকদের নাটকের প্রতি আগ্রহ নতুনভাবে চোখে পড়ছে। নাটকে জোভান অভিনয় করেছেন ‘আশিক’ নামের এক মধ্যবিত্ত পরিবারের তরুণের চরিত্রে, যিনি বাবার স্বপ্ন পূরণে শহরে এসে কলেজে ভর্তি হন। গান গাওয়ার প্রতি তার তীব্র ভালোবাসা রয়েছে। বিপরীতে ‘জেস’ চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নীহা, যিনি অভিজাত পরিবারের মেয়ে এবং আশিকের সহপাঠী। নাটকটির চিত্রনাট্য লিখেছেন পারভেজ ইমাম এবং পরিচালনায় ছিলেন ইমরোজ শাওন। নাটকে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার ও অদিতি জামান স্নেহা। গানে বিশেষ ক্যামিও করেছেন কণ্ঠশিল্পী কণা। নাটকে রয়েছে দুটি গান। এর মধ্যে ‘ওরে মন’ দৃশ্য ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। গানটির মূল শিরোনাম ‘দহন’, যার কথা লিখেছেন এম এ আলম শুভ এবং সুর ও কণ্ঠ দিয়েছেন সজীব দাস। অপর গান ‘যদি মনটা চুরি করি’ গেয়েছেন কণা ও সজীব দাস। এর কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর। নাটকের একটি দৃশ্য নিয়ে শুরুতে কিছু নেতিবাচক মন্তব্য থাকলেও পুরো নাটক দেখার পর দর্শক ও সমালোচকদের মত বদলেছে। অনেকেই নাটকের অভিনয়, গল্প এবং নির্মাণশৈলীর প্রশংসা করেছেন। ঈদের বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয়েছে কর্ণিয়ার ‘জামদানি শাড়ি’। অতএব বলা যায়, ঈদ বিনোদনে বড়পর্দা ও ছোটপর্দার নাটকের গান-উভয় ক্ষেত্রেই দর্শকরা নিজেদের মতো করে আনন্দ উপভোগ করেছেন।
শিরোনাম
- দেশ কাঁপানো ৩৬ দিন
- করাচির ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর গলিত মরদেহ উদ্ধার
- যেভাবে জানবেন এসএসসির ফল
- পোষা বিড়ালের জন্য সব সম্পত্তি লিখে দিলেন ৮০ বছরের বৃদ্ধ
- মিরাজ বললেন: ‘এভাবে খেলে কখনো জিতব, কখনো হারব’
- ফেনীতে একদিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, মুহুরী নদীর বাঁধে ৭ স্থানে ভাঙন
- ৯৯৯-এ ফোনে ধরা পড়ল চুরি হওয়া বাস, সীতাকুণ্ডে চালকসহ আটক
- শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল বাংলাদেশ
- সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করল ইসরায়েল
- থামছে না পদ্মার ভাঙন, বিলিন হচ্ছে ঘরবাড়ি
- আফগানিস্তানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আইসিসির
- ৪ মামলায় শ্যোন অ্যারেস্ট আসাদুজ্জামান নূর
- শিবলী রুবাইয়াতের ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ
- ফিলিস্তিনিদের জোরপূর্বক সরানোর বিষয়ে আলাপ করেছেন ট্রাম্প ও নেতানিয়াহু
- হ্যাজলউড-রাবাদাদের ছাড়িয়ে শীর্ষে তাসকিন
- ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান ট্রাম্প
- স্বাস্থ্য সহকারীদের তিন ঘন্টা অবস্থান কর্মসূচি পালন
- নারায়ণগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রথমবারের মতো শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় ওষুধের অনুমোদন
- পঞ্চগড়ে বৃক্ষমেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা
ঈদের পরও আলোচনায় যাদের গান
পান্থ আফজাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‘শুধুই লাশের গন্ধ পেতেন’
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশসহ ১৪ দেশে শুল্কের সময়সীমা ‘চূড়ান্ত নয়’, দর-কষাকষির ইঙ্গিত ট্রাম্পের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম