ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রকাশ হয় নতুন নতুন গান। যে রীতি চলছে সংগীত ইন্ডাস্ট্রি শুরুর সময় থেকেই। তবে এ সময়ে অডিও-অ্যালবামের গান প্রকাশের অনীহার কারণে শ্রোতা-দর্শকরা ঈদের সিনেমার গানগুলো মুক্তির অপেক্ষায় থাকে; পাশাপাশি নাটকের গান তো আছেই। এদিকে কয়েক বছর ধরে আলোচনায় ঈদ সিনেমার গান। সিনেমা মুক্তির আগে গানগুলো দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দেয়। এবারও ব্যতিক্রম ঘটেনি। মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার গানের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানটি। কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। প্রকাশিত এ গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। এতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন। এছাড়াও অচিন মানুষের গাওয়া ‘জ্বালা জ্বালা’, রবিউল ইসলামের লেখা ‘খবর দে’ গানটিও সবার মুখে মুখে। এর আগে প্রকাশিত হয়েছিল সিনেমাটির টাইটেল ট্র্যাক। ‘প্রতিহিংসা ও রাজকতা মুছে যায় না’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সিফাত আবদুল্লাহ। সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। শাকিব খান, সাবিলা নূর ছাড়াও এতে অভিনয় করেছেন জয়া আহসান। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে আলোক হাসান পরিচালিত ‘টগর’ সিনেমার আইটেম সং ‘হান্ডেড পার্সেন্ট দেশী’ গানটি ব্যাপক সাড়া ফেলে। রণক ইকরামের কথায় কামরুজ্জামান রাব্বী ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এ গানটিতে ঠোঁট মিলিয়েছেন আদর আজাদ ও পূজা চেরী। এ গানটিতে ছিল দেশীয় উৎসবের রং ও প্রাণ। গানটির সুর ও গায়কীর সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। এরপর প্রকাশিত দ্বিতীয় গান ‘ও সুন্দরী’ও শ্রোতা-ভক্তদের মুখে মুখে। গানটি দিয়ে ব্যাপক রিলস, টিকটক প্রকাশ পায়। রবিউল ইসলাম জীবনের লেখা গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন ইমরান মাহমুদুল ও আতিয়া আনিশা। ভিডিওতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে পারফর্ম করেছেন ৭০ জনের বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য। সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনায় ছিল এআর মুভি নেটওয়ার্ক। ১ জুন প্রকাশ হওয়া ‘ইনসাফ’ সিনেমার গান ‘তোমার খেয়ালে মরি’তে কণ্ঠ দেন হাবিব ওয়াহিদ। গানটি প্রকাশ পেলে দারুণ প্রশংসিত হয়। এটি লিখেছেন তন্ময় পারভেজ। সুর-সংগীত করেছেন আরাফাত মহসিন নিধি। তবে এ সিনেমাতে পপস্টার মিলার কণ্ঠে গাওয়া আইটেম সং ‘আকাশেতে লক্ষ তারা’ ব্যাপক আলোচিত হয়। শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। অন্যদিকে রবিউল ইসলাম জীবনের লেখা ও আরিফ আহমেদ জয়ের গাওয়া টাইটেল সংটিও সবার মাঝে সমাদৃত হয়। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিমসহ অনেকে। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা ‘নীল চক্র’। মিঠু খান পরিচালিত এ সিনেমায় ইমন সাহার সুরে ও ওয়াহিদ বাবুর কথায় মাশা ইসলামের গাওয়া ‘যেতে যেতে’, বালামের গাওয়া ‘ধোঁকা’ এবং বালাম-জালালী শাফায়েতের গাওয়া ‘এই শহরের অন্ধকারে’ টাইটেল সং দর্শক-প্রশংসিত হয়। গানগুলো টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল, আরিফিন শুভর ফেসবুক ও নীলচক্রের পেজে একযোগে প্রকাশিত হয়েছে। ইমন সাহার সুরে ও ওয়াহিদ বাবুর কথায় গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মাশা ইসলাম। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি প্রমুখ। এদিকে ঈদুল আজহার শুরুতে সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শাকিব খান ও সাবিলা নূর অভিনীত সিনেমা ‘তাণ্ডব’-এর গান ‘লিচুর বাগানে’। কিন্তু ঈদের পরই সেই আলোচনায় মোড় ঘুরিয়ে দেয় ফারহান আহমেদ জোভানের নাটক ‘আশিকি’র গান। ইউটিউবে নাটকটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে নাটকটির ভিউ ছাড়িয়ে গেছে ১০ মিলিয়ন। একটি নাটকের গান যে এত আলোচিত হতে পারে তা ছিল সবার ধারণার বাইরে। ফলে দর্শকদের নাটকের প্রতি আগ্রহ নতুনভাবে চোখে পড়ছে। নাটকে জোভান অভিনয় করেছেন ‘আশিক’ নামের এক মধ্যবিত্ত পরিবারের তরুণের চরিত্রে, যিনি বাবার স্বপ্ন পূরণে শহরে এসে কলেজে ভর্তি হন। গান গাওয়ার প্রতি তার তীব্র ভালোবাসা রয়েছে। বিপরীতে ‘জেস’ চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নীহা, যিনি অভিজাত পরিবারের মেয়ে এবং আশিকের সহপাঠী। নাটকটির চিত্রনাট্য লিখেছেন পারভেজ ইমাম এবং পরিচালনায় ছিলেন ইমরোজ শাওন। নাটকে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার ও অদিতি জামান স্নেহা। গানে বিশেষ ক্যামিও করেছেন কণ্ঠশিল্পী কণা। নাটকে রয়েছে দুটি গান। এর মধ্যে ‘ওরে মন’ দৃশ্য ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। গানটির মূল শিরোনাম ‘দহন’, যার কথা লিখেছেন এম এ আলম শুভ এবং সুর ও কণ্ঠ দিয়েছেন সজীব দাস। অপর গান ‘যদি মনটা চুরি করি’ গেয়েছেন কণা ও সজীব দাস। এর কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর। নাটকের একটি দৃশ্য নিয়ে শুরুতে কিছু নেতিবাচক মন্তব্য থাকলেও পুরো নাটক দেখার পর দর্শক ও সমালোচকদের মত বদলেছে। অনেকেই নাটকের অভিনয়, গল্প এবং নির্মাণশৈলীর প্রশংসা করেছেন। ঈদের বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয়েছে কর্ণিয়ার ‘জামদানি শাড়ি’। অতএব বলা যায়, ঈদ বিনোদনে বড়পর্দা ও ছোটপর্দার নাটকের গান-উভয় ক্ষেত্রেই দর্শকরা নিজেদের মতো করে আনন্দ উপভোগ করেছেন।
শিরোনাম
- ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
- ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা
- ধোঁকা দেয়ার চিন্তা মনে হয় না কোনো দলের আছে : সালাহউদ্দিন
- শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
- এমন অবস্থা তৈরি করবেন না যাতে ফ্যাসিস্ট হাসিনা ফেরার সুযোগ পায় : ফখরুল
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদে নতুন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩১৬
- এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিরাপত্তা বিধিভঙ্গের ৫১ অভিযোগ
- হাসিনাকে রাতের ভোটের আইডিয়া দেন জাবেদ পাটোয়ারী
- সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান
- থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ সম্পন্ন
- কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, বরখাস্ত এএসপি
- ৩০ অক্টোবরের মধ্যে বাড়তি সিম ডি-রেজিস্ট্রার করতে হবে
- জীববৈচিত্র্য রক্ষায় ঝাজর বড় বিল পরিদর্শন
- যেভাবে একদিনে সাড়ে ৫ বিলিয়ন ডলার খোয়ালেন মেক্সিকান ধনকুবের!
- আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে : রিজভী
- ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
- দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি
- ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্সসহ ১৫ দেশের
ঈদের পরও আলোচনায় যাদের গান
পান্থ আফজাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

জলাবদ্ধতা নিরসনে নালা-খাল-সড়ক সংস্কার কার্যক্রম চলমান থাকবে : মেয়র শাহাদাত
৬ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

বাউবিতে দল ব্যবস্থাপনা এবং কর্মস্থলে বিরোধ নিষ্পত্তির কার্যকারিতা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
৭ ঘণ্টা আগে | দেশগ্রাম