২৪ মে, ২০১৯ ২২:২৮

বিদ্রোহীদের হটাতে সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলা

অনলাইন ডেস্ক

বিদ্রোহীদের হটাতে সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলা

বিদ্রোহীদের হটাতে সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে দেশটির আসাদ বাহিনী (সরকারি বাহিনী)। তবে এ অভিযান শক্তভাবে জবাব দেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। 

বিদ্রোহীদের এলাকা ছাড়া করতে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায় দেশটির সরকারি বাহিনী। এছাড়া ভারী অস্ত্র আর ট্যাঙ্ক ব্যবহার করে চালানো হয় স্থল অভিযানও। এতে বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। আসাদ বাহিনীর দাবি, ক্রমাগত অভিযানের কারণে ধ্বংস হয়েছে বিদ্রোহীদের বেশ কয়েকটি আস্তানা।

তবে বিদ্রোহীদের অভিযোগ, রাশিয়ার সহযোগিতায় সরকারি বাহিনীর ক্রমাগত হামলার কারণে বিদ্রোহীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বেসামরিক মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ক্রমাগত সংঘর্ষের কারণে সিরিয়ার ইদলিব এবং হামা প্রদেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর