২৩ আগস্ট, ২০১৯ ২২:৩৭

যুক্তরাষ্ট্রের জন্য উত্তর কোরিয়ার দরজা খোলা: রি ইয়ং হো

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের জন্য উত্তর কোরিয়ার দরজা খোলা: রি ইয়ং হো

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের জন্য উত্তর কোরিয়ার দরজা সবসময় খোলা রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। একইসঙ্গে যেকোনো হামলা প্রতিহত করতেও দেশটি প্রস্তুত বলে তিনি জানান। খবর গার্ডিয়ান'র।

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশদুটির মধ্যকার আলোচনায় কালো ছায়া ফেলছেন বলেও অভিযোগ করেন রি ইয়ং হো।

এমনকি পম্পেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের দিকেই মনোযোগ দেন বেশি বলেও দাবি করেন তিনি।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর