মরক্কোর দক্ষিণাঞ্চলে হঠাৎ বন্যায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী রাবাত থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে তারাউদান্ত এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।
ওই এলাকায় পবর্তগুলোয় প্রবল বৃষ্টিপাতের পর সেখান থেকে পানির ঢল নেমে এলে নিম্নাঞ্চলে হঠাৎ বন্যা দেখা দেয়।
জীবিত কেউ কোথাও আটকা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কয়েকটি ভিডিওর দৃশ্য নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই তির্যত গ্রামের কাছে শুকনো একটি নদী খাতের পাশে বানানো মাঠে ফুটবল খেলা দেখছিল, সেই সময় হঠাৎ নেমে আসা বানের পানিতে ভেসে যান তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম