সম্প্রতি ভারতকে একাধিকবার যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। তার মধেই আজ বৃহস্পতিবার নতুন মিসাইল পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ। গত সপ্তাহে একবার পরমাণু যুদ্ধের কথা বলতে শোনা গিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। এরপর গত ২৬ আগস্ট ফের একই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সেদিন এই মিসাইল পরীক্ষার বিষয়ে ভারতকে জানিয়েছে পাকিস্তান। কারণ ২০০৫-এ এক বিশেষ চুক্তি অনুযায়ী দুই দেশকেই পরীক্ষার তিন দিন আগেই বিষয়টা জানাতে হয়। মিসাইল বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সম্ভবত গাজনভি মিসাইলের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান, যার রেঞ্জ ৩০০ কিলোমিটার। বালোচিস্তানের সোনমিয়ানি ফ্লাইট টেস্ট রেঞ্জের ৫৯ কমান্ড পোস্ট থেকে নিক্ষেপ করা হবে মিসাইলটি।
এই মিসাইল পরীক্ষার জন্যই করাচি যাওয়ার তিনটি এয়ারস্পেস বন্ধ করা হয়েছে ২৮ থেকে ৩১ আগস্ট। যেখানে এই টেস্ট হবে তার আশেপাশে নৌপথেও জারি হয়েছে অ্যালার্ট। জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। গাজনভি হল পাকিস্তানের একটি শর্ট রেঞ্জ মিসাইল। পাকিস্তানের হাতে শাহিন ও গৌরি নামেও আরও দুটি এই ধরনের রেঞ্জের মিসাইল আছে।
উল্লেখ্য, গতকাল বুধবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে অক্টোবর বা নভেম্বর নাগাদ ভীষণ রকম যুদ্ধ শুরু হতে পারে। কাশ্মীর সমস্যার যদি সমাধান না হয় তাহলে বিষয়টা পারমানবিক যুদ্ধ অবধি যেতে পারেন এবং সেক্ষেত্রে ভারতকে বিপদের সম্মুখীন হতে হবে বলেও জানিয়েছেন ইমরান খানও।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ