গুজরাটের বন্দরে বন্দরে উচ্চ সতর্কতা জারি করল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর আছে, পাকিস্তানি উগ্রপন্থীরা জলপথ ব্যবহার করে ভারতীয় ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছে। কচ্ছ উপসাগরে ভারতের জলসীমানার কাছেই দুটি ছোট পাকিস্তানের নৌকা দেখা গেছে। তাদের আশঙ্কা, ভারতে অনুপ্রবেশ করে সাম্প্রদায়িক উত্তেজনা বা নাশকতার পরিকল্পনা করছে পাকিস্তানি কম্যান্ডোরা।
জানা গেছে, ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দাদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে নৌবাহিনী এবং বিএসএফকে। তাদের কাছে আসা গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট করে বলা রয়েছে, প্রশিক্ষিত পাকিস্তানি কম্যান্ডো জঙ্গিরা যে কোনও মুহূর্তে ঢুকতে পারে ভারতীয় ভূখণ্ডে। বন্দরের পাশাপাশি সারা গুজরাট রাজ্যেই সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মুন্দ্রা বন্দরে দাঁড় করিয়ে রাখা হয়েছে জাহাজ। যে কোনও রকম হামলা এবং অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সব রকম ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এই সতর্কতা জারির পরই গুজরাটের সড়ক পথেও চালু হয়েছে চেক পোস্ট। বন্দরে বন্দরে স্পিড বোট নিয়ে টহল শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। আগামী ২৪ ঘণ্টা পেট্রলিং চলবে। সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তাবাহিনী। কচ্ছ উপসাগরের হারামি নালাকেই সবচেয়ে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছেন দেশটির গোয়েন্দারা। তাই সেখানে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সূত্র : দ্য ওয়াল
বিডি-প্রতিদিন/শফিক