মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবারও বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে।
এ নিয়ে টানা ২১ বারের মতো বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তকমা পেল এটি।
গত বছর এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছে ১০৭ কোটিরও বেশি যাত্রী। গত বছর এই সংখ্যা ছিল ১০৪ কোটি। সে হিসেবে যাত্রী বৃদ্ধি পেয়েছে ৩.৩ শতাংশ।
গত ১৬ সেপ্টেম্বর এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক যাত্রী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
যাত্রী সংখ্যার বিবেচনায় এয়ারপোর্টটি ১৯৯৮ সাল থেকে টানা বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে।
বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে এর দুজন মেয়রের নামানুসারে। প্রায় ১,৯০০ হেক্টর জমির উপর নির্মিত এই বিমানবন্দরে ২০৯টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গেট এবং পাঁচটি সমান্তরাল রানওয়ে আছে। এটি মূলত ডেল্টা এয়ারলাইন্সের প্রধান কেন্দ্র।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        